প্রকাশিত: Fri, May 17, 2024 3:10 PM
আপডেট: Fri, Jul 11, 2025 12:18 PM

[১]বিদ্যমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র এখন আর পেছনে তাকাতে চায় না

রাশিদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্র মাঝেমধ্যে ভারতের নীতিতে প্রভাব বিস্তার করে। আবার কখনো কখনো ভারতও যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে। এটাকে আমরা কূটনীতি বলি। বলেছেন ডোনাল্ড লু। তার এবারের সফরে আরও বেশ কিছু অভিমত প্রকাশ করেছেন যেমন ; মতপার্থক্য সরিয়ে যুক্তরাষ্ট্র সামনে এগোতে চায়। প্রথম আলো

[৩] নির্বাচন নিয়ে টেনশন ছিল, সামনে ‘অস্বস্তিকর’ ইস্যুগুলো নিয়ে কাজ করতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশের পাশে?থাকবে যুক্তরাষ্ট্র। সমকাল 

[৪] দুই দেশের মধ্যে এখনো অনেকগুলো অস্বস্তিকর ইস্যু রয়েছে। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকার, মানবাধিকার, ব্যবসায়িক পরিবেশের সংস্কারসহ আরও অনেক হার্ড ইস্যু নিয়ে আলোচনা চলমান থাকবে। যায়যায়দিন

[৫] যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ অবারিত করা হবে। কালের কণ্ঠ 

[৬] সরকারি কাজের স্বচ্ছতা ও যেসব কর্মকর্তা দুর্নীতি করেছে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারি। বাংলাদেশ প্রতিদিন

[৭] গণতন্ত্র ও মানবাধিকারের মতো মূল্যবোধের বিষয়গুলো সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের অবস্থান অটুট। সমকাল 

[৮] আমরা সভা-সমাবেশ ও বাক্?স্বাধীনতার পক্ষে সোচ্চার। বাংলাদেশে এসব মূল্যবোধ বজায় রাখতে আমরা কাজ করে যাব। ইত্তেফাক

[৯] ব্যবসার পরিবেশ উন্নয়ন নিয়েও কথা বলেছি। শ্রম অধিকারের মতো বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এতে অগ্রগতি খুব ধীরগতির। মানবজমিন

[১০] ক্রমবর্ধমান হারে ব্যবসা ও বিনিয়োগ, পরিবেশবান্ধব জ্বালানির জন্য পথ তৈরি, পরিবেশের উন্নতি আর অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করতে কাজ করছি। ঢাকা ট্রিবিউন

[১১] র‌্যাবের অতীতের অপরাধের জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে কি না, সেটাও  দেখতে চাই। বাংলাদেশ সরকারের (র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার) প্রক্রিয়া নিয়ে ধৈর্যের অভাব আছে।  ডেইলি স্টার

[১২] গত বছর বিচারবহির্ভূত হত্যা ও গুম নাটকীয়ভাবে কমে যাওয়ায় এটা প্রমাণিত যে, র‌্যাব মানবাধিকার লঙ্ঘন না করেই আইনশৃঙ্খলা রক্ষার অর্পিত দায়িত্ব পালন করতে পারে। যুগান্তর

[১৩] যুক্তরাষ্ট্রেও মানবাধিকার নিয়ে সমস্যা আছে; এটা সত্যি। বাংলাদেশে মানবাধিকার নিয়ে সমস্যা দেখা দিলে আমরা কথা বলি। কারণ, বাংলাদেশকে আমাদের সহযোগী মনে করি। জনকণ্ঠ

[১৪] যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কেউ কেউ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ অতি উৎসাহী হয়ে কোনো পদক্ষেপ নিলে তদন্ত ও তাকে বিচারের আওতায় আনা হবে। এটাই গণতন্ত্রে হয়। আমাদের বাধ্যবাধকতার বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টিভি

[১৫] যুক্তরাষ্ট্র কী করবে, সে বিষয়ে কেউ আমাদের পরামর্শ দেয় না। ঠিক তেমনি বাংলাদেশকে কী করতে হবে, সেটিও আমরা বলি না। ইন্ডিপেন্ডেন্ট টিভি

[১৬] যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার স্বার্থ যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ দিয়ে দেখে। নিজের চোখেই দেখে। চীন, ভারত কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে দেখে না। [১৮] চীনসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক সম্পর্ক রাখার কথা বলি। সে সম্পর্কের কথা বলি না, যেটা চাপ কিংবা অস্বাভাবিক ঋণের শর্তে গড়া। টিবিএস

[১৭] বাংলাদেশ সফরে এসে গত দু’দিনে আমি দুই দেশের জনগণের মধ্যে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি। আমরা সম্পর্ক উন্নয়নের উপায় খুঁজে বের করতে চাই। আরিফ জেবতিক। এফবি 

[১৮] মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ আমেরিকান ক্লাবে ভিন্নধর্মী এক আয়োজনে কিছু সময় কাটান ডোনাল্ড লু ও পিটার হাস্। তারা উভয়ে বনে যান ‘শেফ’। এ সময় বেশ আগ্রহ ভরে দু’জন বাংলাদেশের ঝালমুড়ি ও ফুচকার স্বাদ নেন। মার্কিন দূতাবাসের প্রচারিত ভিডিও মতে, ফুচকা হাতে তুলে লু-হাস্ সমস্বরে বললেন, ‘বাংলাদেশের ফুচকাই সেরা।’ মানবজমিন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব